প্রশ্নফাঁস ও ঘুষের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ
প্রকাশিত : ১৮:১২, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:১৩, ২৫ অক্টোবর ২০২৫
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও ঘুষ বাণিজ্যের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের এনএস রোডে এ বিক্ষোভ হয়।
প্রার্থীরা “দুর্নীতিমুক্ত নিয়োগ চাই, প্রশ্নফাঁসের বিচার চাই” স্লোগান দেন এবং বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবি জানান।
শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার আগের রাতে শহরের একটি বাসায় কয়েকজন পরীক্ষার্থীর প্রবেশের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। চাকরি প্রত্যাশীরা অভিযোগ করে বলেন, পরীক্ষার আগের রাতে সদর হাসপাতালে আর এম ও ডা. হোসেন ইমামের বাসায় প্রশ্নপত্র মুখস্থ করানো হয় এবং সেখানে ৩০ থেকে ৪০ জনের পরীক্ষা দেওয়ানো হয়।
টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে এবং স্বচ্ছ ও মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ পরীক্ষার দাবিতে চাকরি প্রত্যাশী ও জনতা মিলে সিডিল সার্জন অফিসের তালা ঝুলিয়ে দেয়।
পুনরায় নিয়োগ পরীক্ষা না নিলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এএইচ
আরও পড়ুন










