ঢাকা, রবিবার   ২৬ অক্টোবর ২০২৫

স্ত্রীর মৃত্যুর ১০ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্বামীও

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৪, ২৫ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনের ছিল না কোন অবিচ্ছেদ্যের অংশ। তাই মৃত্যুটা হলেও একসাথে। স্ত্রীর মৃত্যুর ১০ ঘণ্টার ব্যবধানে স্বামীও চিরবিদায় নিলেন পৃথিবীতে থেকে। এ এক ভালোবাসার অমোঘ গল্প।  

এমনই এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামে। স্ত্রীর মৃত্যুর মাত্র ১০ ঘণ্টার মধ্যে মারা গেলেন তাঁর স্বামী।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বদলগাছি উপজেলার কাদিবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।  

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কাদিবাড়ী গ্রামের বাসিন্দা মো. জলিলুর রহমান জলিল মাস্টার (৭৫) ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম। 

স্ত্রীর মৃত্যুর খবর শুনে গভীর শোকে ভেঙে পড়েন স্বামী জলিল মাস্টার। গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। একই পরিবারের দুই মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গ্রামবাসী।

তাঁদের সংসারে দুই ছেলে ও মেয়ে রয়েছে। 

ছোট ছেলে মো. রাকিবুল হাসান রকি বলেন, “মা-বাবাকে একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। মা হঠাৎই মারা যান। বাবা হালকা অসুস্থ ছিলেন, কিন্তু মায়ের মৃত্যুর পর থেকেই ভীষণ ভেঙে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর বাবাও চলে গেলেন।

তিনি বলেন, তাদের দীর্ঘ ৪৫ বছর দাম্পত্য জীবনে মান অভিমান থাকলেও ছিল না কোন অশান্তি। মা-বাবা ছিলেন একে অপরের পরিপূরক। এমন জীবন সঙ্গী হওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ যেন আমার পিতা-মাতাকে বেহেস্ত নসিব করুক। এই দোয়াই তারা সকলের কাছে আবেদন করেছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি