ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ২২:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

প্রাইম ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান-মাফিজ আহমেদ ভূঁইয়া এবং ইমরান খান, নির্বাহী কমিটির চেয়াম্যান মো. সিরাজুল ইসলাম মোল্লা, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ পিএইচডি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জি.এম. খুরশীদ আলম, পরিচালক মো. শাহাদাত হোসেন ও ওয়াহিদ মুরাদ জামিল এবং স্বতন্ত্র পরিচালক-এম ফরহাদ হোসেন এফসিএ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. গোলাম রব্বানী, সৈয়দ ফরিদুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী এবং কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজসহ শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি