ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

প্রাথমিক শিক্ষায় নিয়োগের আইনি নির্দেশ মানা হচ্ছে না অভিযোগ করেছেন মিজানুর রহমান

প্রকাশিত : ১৫:৩২, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩২, ১৪ জুন ২০১৬

Ekushey Television Ltd.

প্রাথমিক শিক্ষায় প্রায় সাড়ে সতের হাজার শূন্য পদে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেয়ার আইনি নির্দেশ মানা হচ্ছে না এমন অভিযোগ করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্যানেল শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি আরো অভিযোগ করেন, দীর্ঘ চার বছর ধরে এই অনিয়ম চলছেই। প্যানেলভুক্ত শিক্ষকদের অতিদ্রুত নিয়োগ দেয়ার দাবীও জানান তিনি। মেধা তালিকায় থাকা যারা চাকুরীরত থাকা অবস্থায় রীট করেননি তারাও চাকুরি ছেড়ে যোগ দিতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি। এসময় প্রায় শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি