ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

প্রায় ২৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে পটুয়াখালী পৌঁছেছে সাব মেরিন কেবল

প্রকাশিত : ১২:১১, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:১১, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

প্রায় ২৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে পটুয়াখালীর কুয়াকাটায় পৌঁছেছে দেশের দ্বিতীয় সাব মেরিন কেবল। সকালে কুয়াকাটা সৈকতের কাছে বঙ্গোপসাগর থেকে তীরে কেবল উত্তোলন করেন মালয়েশিয়া ভিত্তিক ঠিকাদারী প্রতিষ্ঠান অবসোর কোম্পানী লিমিটেড’র কর্মীরা। তিনদিন আগে ক্যাবলের সংযোগ স্থাপনের জন্য কুয়াকাটার গভীর সাগরে পৌঁছে ওএমএস নামের জাহাজ। তারা সমুদ্রে ক্যাবল বসানো শেষে আজ ক্যাবলটি তীরে নিয়ে আসেন। কয়েক দিনের মধ্যেই এ ক্যাবলটি কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সাথে যুক্ত হবে। এ স্টেশনটি থেকে ১৫০০ জিবিপিএস পর্যন্ত গতি সরবরাহ করা সম্ভব হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি