ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

প্রয়াত ভারতের প্রাক্তন আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ৯ মার্চ ২০২০

ভারতের প্রাক্তন আইনমন্ত্রী এবং সিনিয়র কংগ্রেস নেতা হংস রাজ ভরদ্বাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩।

রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবর কলকাতা ২৪x৭ এর।

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধাবার থেকে কিডনির সমস্যা নিয়ে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই এদিন সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হংস রাজ ভরদ্বাজের ছেলে অরুণ ভরদ্বাজ জানান, সোমবার বিকাল ৪ টায় নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। শেষ জীবনে তিনি স্ত্রী, এক পুত্র এবং দুই মেয়ের সঙ্গে থাকতেন।

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি কর্ণাটকের রাজ্যপালের ভূমিকা পালন করেন। ২০১২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি কেরালার রাজ্যপালও ছিলেন।

অশোক কুমার সেনের পরে হংস রাজ ভরদ্বাজই আইনমন্ত্রী হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদ পূরণের রেকর্ড করেছেন।

টানা ৯ বছর তিনি রাজ্যের মন্ত্রিত্বের ভার বহন করেন। পাশাপাশি আইনমন্ত্রী হিসেবে পাঁচ বছর কেন্দ্রীয় মন্ত্রীসভায় দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালে তার মেয়াদ শেষ হওয়ার সময় কর্ণাটকের রাজ্যপালের ভূমিকায় হংস রাজ ভরদ্বাজের জায়গায় কোনিজেতি রোসাইয়া আসেন। টানা ৯ বছর তিনি রাজ্যের মন্ত্রিত্বের ভার বহন করেন পাশাপাশি আইনমন্ত্রী হিসেবে পাঁচ বছর কেন্দ্রীয় মন্ত্রীসভায় দায়িত্ব পালন করেছেন।

১৯৩৭ সালের মে মাসের ১৭ তারিখ হংস রাজ ভরদ্বাজের জন্ম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি