ঢাকা, রবিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুর বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি  

প্রকাশিত : ২৩:০১, ২৭ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ( রেজিঃ নং বি- ২১৪০) কে শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন শাখা কর্তৃক (সিবিএ) ঘোষণা করায় কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে ফরিদপুর সার্কেল থেকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে  ফরিদপুর শহরের গোয়ালচামট ওজোপাডিকো বিদ্যুৎ ভবনের ৩য় তলায় কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। 

সভায় জেলার সভাপতি খন্দকার আব্দুল আউয়াল জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর থেকে (সিবিএ) হিসেবে আমরা ডিক্লিয়ারেশন পেয়েছি। ওজোপাডিকোতে বিদ্যুৎ শ্রমিকদের নিয়ে একটি মাত্র সংগঠন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন যারা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে কাজ করে। 

তিনি বলেন, আপনারা জানেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে শুধু আমাদের প্রতিষ্ঠান নয় সারা বাংলাদেশের কোন প্রতিষ্ঠানেই শ্রমিক কর্মচারীরা ট্রেড ইউনিয়ন করতে পারে নাই। সাধারণ শ্রমিক কর্মচারীরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের দাবি তুলে ধরতে পারে নাই সেটাও শেখ হাসিনার সরকার বন্ধু করে দিয়েছিল। বিগত ৫ আগস্টের পরে ট্রেড ইউনিয়ন করার মত একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সেই পরিবেশকে কাজে লাগিয়ে আমরা শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছি।

তিনি আরও জানান,  বর্তমানে পশ্চিমাঞ্চলের ২১ টি জেলায় কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেনের এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তাদের নেতৃত্বে এই সংগঠনটি সুশৃংখলভাবে শ্রমিক কর্মচারীদের সুবিধার জন্য কাজ করে এগিয়ে যাচ্ছে।

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজিম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন টিটু, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার জাহিদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, শরীয়তপুর জেলাসহ প্রস্তুতি সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার এবং ফরিদপুর জেলার নয়টি উপজেলার বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি