ঢাকা, বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৪, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২৮, ১৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ফরিদপুর বিভাগ কোনো ব্যক্তি বিশেষের দাবি নয়, এটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। অথচ গণমানুষের এই দাবি দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা যত দ্রুত সময়ের মধ্যে ফরিদপুর বিভাগ ঘোষণা করা না হলে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, সাংবাদিক মফিজ ইমাম মিলন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, কাজী রিয়াজ সহ বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে প্রশাসনিক সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে গঠনের সুপারিশ করে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রি-নিকার সচিব পর্যায়ের বৈঠকে কুমিল্লা ও ফরিদপুর নামে দু'টি আলাদা প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। বর্তমানে এটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত নিকারের সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এমন পরিস্থিতিতে ফরিদপুরকে দ্রুত বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে স্থানীয় জনগণ গণসমাবেশ ও স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি