ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আটক

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৫, ১০ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম। তিনি জানান,সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন নিজ বাসা থেকে মো. ফারুক হোসেনকে আটক করা হয়।

ফরিদপুরের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ বিশ্বাস জানান, সন্ধ্যায় তাকে আটক করা হয়।  মো. ফারুক হোসেনের নামে থানায় দুটি মামলা রয়েছে এবং এই দুটি মামলায় তার গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি