ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

জুলাই পূর্ণজাগরণ উদযাপন

ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০২, ২৮ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে জুলাই পূর্ণজাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই)  ফরিদপুর জেলা প্রশাসন এবং সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। 

জুলাই পূর্ণজাগরণ ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচির ফিতা কেটে উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন ও ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান। 

পরে সকাল  ১১টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত জেলার ছয় জন বিশিষ্ট চিকিৎসক রোগীদের বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ দিয়ে সহায়তা প্রদান করেন রোগীরদের। 

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি