ঢাকা, রবিবার   ১৯ অক্টোবর ২০২৫

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৭, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:২২, ১৮ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা পৌর শহরের ঈদগাহ জামে মসজিদ চত্বরে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান সজীব প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, যারা বাংলাদেশের কল্যাণ চায় না, যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম। আমাদের সংগ্রাম আগামী নির্বাচনকে কেন্দ্র করে। দেশী ও আন্তর্জাতিক ভাবে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের মূল উৎপাটন করে ফেব্রুয়ারিতে নির্বাচন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। 

সম্মেলনে ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা এবং ভাঙ্গা পৌরসভার বিএনপি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি