ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিম

 ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২৮, ৩০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিন।

অভিযানকালে ফুটপাত ও সড়কের উপর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে বাজারের ব্যবসায়ী জিলুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৭ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম, স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও দবির উদ্দিন জানান, “নগরকান্দা বাজারকে যানজটমুক্ত রাখতে প্রাথমিক পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি