ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ফাঁস হওয়া প্রশ্নে হয়নি কৃষি ব্যাংকের পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২১ জুলাই ২০১৭ | আপডেট: ১০:২৬, ২২ জুলাই ২০১৭

বৃহস্পতিবার রাত থেকে এই ভুয়া প্রশ্নপত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে

বৃহস্পতিবার রাত থেকে এই ভুয়া প্রশ্নপত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে

ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মেলেনি কৃষি ব্যাংকের র্কমর্কতা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। এতে আবেদনকারীর শুক্রবার পরীক্ষা শেষ করে এসে স্বস্তি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাত থেকেই কৃষি ব্যাংকের অফিসার পদের প্রশ্নফাঁসের অভিযোগ শোনা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই প্রশ্নপত্রে ১ ঘণ্টার পরীক্ষার ১০০টি প্রশ্নের স্ক্যানড কপি দেয়া হয়। সঙ্গে দেখা ছিল উত্তরও। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে নানা শঙ্কা তৈরি হয়।

শিক্ষার্থীরা শুক্রবার সকালে কেন্দ্রে এসে প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলেন। তবে পরীক্ষা শুরু হলে বোঝা যায়, বিভিন্ন অংকের অর্থের বিনিময়ে যে প্রশ্নগুলো বিক্রি করা হয়েছে, সেগুলো আসলে সঠিক নয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পরীক্ষার্থীরা।

//আর//এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি