ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এটুআই’র মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত : ১৪:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ইউটিলিটি বিল সংগ্রহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) ও এ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

একপে পেমেন্ট পোর্টাল এর মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হবে, একপে হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের অধীনে এটুআই-এর একটি প্রকল্প যা গ্রাহকদের সিঙ্গেল পয়েন্ট পেমেন্ট প্লাটফর্ম সুবিধা প্রদান করে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এবং এটুআই প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান আলী নাহিদ খান ও ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদুর রহমান জালাল, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব এবিএম আরশাদ হোসেন, এটুআই প্রোগ্রাম ম্যানেজার তহুরুল হাসান, ন্যাশনাল কনসালট্যান্ট শাহাদাৎ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি