ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

ফিটনেসবিহীন গাড়ি চলাচলে বিআরটিএর পরিচালককে তলব

প্রকাশিত : ১৮:২৩, ২৭ মার্চ ২০১৯

রাজধানীতে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল করার কারণ ব্যাখ্যা করতে বিআরটিএর রোড সেফটি পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে তলব করেছেন হাইকোর্ট।

একটি ইংরেজি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এই সুয়োমুটো (স্বপ্রণোদিত) আদেশ দেন।

আগামী ৩০ এপ্রিল বিআরটিএর রোড সেফটি পরিচালককে স্বশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘনা ঘটছে, আবার ফিটনেসবিহীন গাড়ি চলছে। এসব কারণ ব্যাখ্যা করতে হবে ওই পরিচালককে।

ঢাকায় ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৭০ হাজার তা ওই পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি