ফিনিক্স ইনস্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
প্রকাশিত : ২০:১৭, ২৮ জুন ২০১৮

ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বুধবার কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শোহেব। সভায় পরিচালকদের মধ্যে দীন মোহাম্মদ, মাজহারুল হক, ডা. শারমিন সুলতানা, এম এ মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গত ২০১৭ সালে কোম্পানি সর্বমোট ৭১ দশমিক ৩০ কোটি টাকা ব্যবসা করে। ১৩ দশমিক ৫২ কোটি টাকা করপূর্ব মুনাফা অর্জন করে।৩১ শে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানির সম্পদের পরিমান ২৩৬ দশমিক ৪৮ কোটি টাকা।
আরও পড়ুন