ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ফিরতে শুরু করেছে কর্মজীবীরা, বেশির ভাগই বেসরকারি চাকুরে

প্রকাশিত : ১৫:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। ভোর থেকেই রেল স্টেশন, বাস-লঞ্চ টার্মিনালে মানুষের উপচেপড়া ভিড়। যারা ফিরছেন তাদের বেশির ভাগই বেসরকারি চাকুরে। ছুটি শেষ, তাই আবার কাজে যোগ দেয়ার তাড়া। জীবিকার প্রয়োজনে শেকড়ের মায়া কাটিয়ে আবারো ফেরা ক্রংক্রিটের এই অরণ্যে। সাত সকালে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চ এসে ভিড়ে সদরঘাট টার্মিনালে। কর্মস্থলে যোগ দিতেই এই ফিরে আসা। ভক্সপপ: একই চিত্র কমলাপুর রেলস্টেশনে। একের পর এক আসছে ট্রেন। কিছুটা ভোগান্তি থাকলেও তা মিলিয়ে গেছে আপনজনের সাথে ঈদ উদযাপনের আনন্দে। বাস টার্মিনালগুলোতেও ঢাকায় ফেরা মানুষের ভিড়। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে পেরে তারাও আনন্দিত তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি