ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফিলিস্তিনে একটি সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি এক ভার্চুয়াল সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ‘বঙ্গবন্ধুর নামে ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত হেবরন শহরে একটি সড়কের নামকরণ করা হয়েছে।’ 

আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশসহ জাতিসংঘের ১৩৮ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের অনেক দেশের স্বীকৃতিই এখনও পায়নি দেশটি।

ইসরাইল প্রতিষ্ঠার সময় মূল ভূখণ্ড দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তবে ইসরাইল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বরং তাদের পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দিনে দিনে ধূসর হচ্ছে।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি