ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ফিলিস্তিনের অধ্যাপককে ইসরায়েলের হাতে তুলে দিলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮:৪৮, ৭ জুন ২০১৯ | আপডেট: ১৮:৪৯, ৭ জুন ২০১৯

প্রায় এক দশক যুক্তরাষ্ট্রের কারাগারে সাজা ভোগের পর ফিলিস্তিনের এক অধ্যাপককে ইসরাইলের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই অধ্যাপকের নাম আবদুল হালিম আল আশকার। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আাশকারকে হামাস সংশ্লিষ্টতার অভিযোগে সাজা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় শহর তুলকেরামে জন্ম নেওয়া অধ্যাপক আশকার ২০০৫ সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন। যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষার সহযোগী অধ্যাপক ছিলেন তিনি। হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণ করে ২০০৭ সালে তাকে ১১ বছর তিন মাসের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত।

বিভিন্ন ফিলিস্তিনি সংবাদমাধ্যমে বুধবার প্রকাশিত খবর অনুযায়ী সাজার মেয়াদ শেষে সাবেক অধ্যাপক আশকারকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। ওইসব খবরে বলা হয়েছে, কিছু সংখ্যক মুসলিম অ্যাকটিভিস্টের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানো এবং হামাসকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে তাকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি