ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ফুটবলকন্যা সাবিনাকে পেয়ে সাতক্ষীরাবাসীর বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৫:২২, ২৩ সেপ্টেম্বর ২০২২

ছাদখোলা জিপে সাবিনা খাতুন

ছাদখোলা জিপে সাবিনা খাতুন

হিমালয়ের দেশ নেপালকে পরাজিত করে এবারের সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই চ্যাম্পিয়ন দলের অধনায়ক ও স্ট্রাইকার সাবিনা খাতুন নিজ বাড়িতে আসায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করে সাতক্ষীরায় সর্বস্তরের মানুষ। 

হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সাবিনাকে অভিনন্দন জানিয়েছে হাজারো মানুষ। ফুলেল শুভেচ্ছায় এবং বর্ণিল শোভাযাত্রায় বরণ করে নিয়েছে চ্যাম্পিয়ন তারকাকে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একটি কালো রঙের প্রাইভেটকারে চড়ে সাতক্ষীরা সার্কিট হাউসের সামনে আসেন ফুটবলকন্যা সাবিনা খাতুন। এরপর একটি ছাদখোলা পিকআপে ওঠেন তিনি। সাদা টি-শার্ট আর কালো চশমা পরা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনাকে দুই হাত নেড়ে এ সময় অভিনন্দন জানান হাজারো মানুষ। 

এসময় সাতক্ষীরা-যশোর সড়কে দেখা যায় জনতার উপচেপড়া ভিড়। চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা খাতুনও এসময় ছাদখোলা পিকআপে দাঁড়িয়ে জনতার অভিনন্দনের জবাব দেন।

সাতক্ষীরা সার্কিট হাউস মোড় থেকে শহরের সঙ্গীতা মোড় হয়ে পাকাপুল, টাউন স্পোর্টিং ক্লাব ঘুরে নিউমার্কেট মোড়ে এসে পিকআপটি থামে। গোটা শহর ঘুরে তিনি সাতক্ষীরাসহ দেশবাসীকে অভিনন্দন জানান। লাল-সবুজের জাতীয় পতাকাবাহী খোলাছাদের পিকআপটি সাবিনাকে নিয়ে শহর প্রদক্ষিণকালে শিশু, কিশোর, যুবক-বৃদ্ধ সবাই তাকে অভিনন্দন জানান। 

শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নিউমার্কেট মোড় থেকে ফুটবল কন্যা সাবিনা খাতুন ফিরে যান নিজ বাড়িতে। এসময় সড়কের দুধারে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তাকে হাত নেড়ে অভিনন্দন জানান। 

শহর প্রদক্ষিণের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক এবং স্ট্রাইকার সাবিনা খাতুন। তিনি বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসীর প্রতি উৎসর্গ করেছি। 

এবারের সাফ চ্যাম্পিয়নশীপে পাঁচ ম্যাচে দুই হ্যাটট্রিকসহ মোট ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরষ্কারও জিতেছেন সাবিনা।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি