ফেনীতে এন আর বি গ্লোবাল ব্যাংকের ২শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশিত : ১৮:৪৩, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ১৭ জুলাই ২০১৬
আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্র“তি নিয়ে ফেনীতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এন আর বি গ্লোবাল ব্যাংকের দু’টি শাখার।
রোববার দুপুরে দাগনভুঞার সিন্দুরপুর ইউনিয়নে ও ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে শাখা দু’টির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান শিল্পপতি নিজাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম সারওয়ার ও আর কিউ এম ফোরকান। প্রধান অতিথি উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করার আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন