ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ফেনীতে মুহুরী নদীর বেড়িবাধ ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত

প্রকাশিত : ১৮:৪৪, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৪৪, ১৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ফেনীতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বেড়িবাধ ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার মধ্যরাতে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর অংশে বেড়িবাধের ৩০ মিটার অংশ ভেঙ্গে উত্তর দৌলতপুর, দক্ষিন দৌলতপুর, ঘনিয়ামোড়া ও বরাকপুর গ্রামে পানি প্রবেশ করে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে এসব এলকার ঘরবাড়ি ও ফসলের ক্ষেত। ভেসে গেছে শতাধিক পুকুর ও মাছের ঘের। এদিকে শনিবার রাতে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩.০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও রোববার দুপুরে তা নেমে ১১.১০ সেন্টেমিন্টার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে পানি নামতে শুরু করেছে। গতও বছর এই সময়ে (জুলাই ও আগষ্ট মাসে) দুই দফায় পাহাড়ি ঢলে মুহুরী ও কহুয়া নদীর বাঁধের ৮টি স্থানে ২২০ মিটার ভেঙ্গে গিয়েছিলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি