ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

ফেব্রুয়ারিতে ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে: প্রেস সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ১০ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে সেটি দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

রোববার দুপুরে সাভারের মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত জুলাই বিপ্লব স্মরণে পক্ষকালব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেন। 

শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টে দেশের মানুষের উপর চালানো গণহত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা ন্যায়বিচারের জন্য কাজ করছি। প্রত্যেকটা খুনিকে ধরে ধরে বিচার করা হবে।

স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারে ইচ্ছার কোন অভাব নেই। কিন্তু সত্য প্রতিষ্ঠায় ও ন্যায় বিচারের স্বার্থে কাজ করতে কিছুটা সময় লাগছে। শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে না বলেও ঘোষণা দেন তিনি।

আওয়ামী আমলে ক্যাঙ্গারু কোর্টের উদাহরণ টেনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, এই সরকার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে চায়। এই বিচার প্রক্রিয়া নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। না হলে আওয়ামী লীগ কোটি কোটি টাকা খরচ করে এই বিচারকে প্রশ্নবিদ্ধ করবে। সেই সুযোগ আর দিতে চাই না। 

তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে না।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি