ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

ফের চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ১২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৯, ৩১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করার ঘটনাকে কেন্দ্রে করে রাতভর স্থানীয় গ্রামবাসী সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের পর বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুপুরে শিক্ষার্থীদের সাথে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রক্টরসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। 

রোববার (৩১ আগস্ট) দুপুরের দিকে ২নং গেটে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

পরিস্থিতি অবনতি রোধে বিশ্ববিদ্যালয়ের সবধরনের ক্লাশ ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ঘটনার জন্য আইন শৃংখলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

তদন্তে তদন্ত কমিটি গঠন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ঘটনার সূত্রপাত ঘটে শনিবার রাতে। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী হেনস্তার শিকার হন বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন ভাড়া বাসার এক দারোয়ানের হাতে। এ ঘটনা জানাজানি হওয়ার পর ছাত্ররা বিক্ষুব্দ হয়ে উঠলে ছাত্রদের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায় গ্রামবাসী। 

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এই হামলা চালায়। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এরপর আজ দুপুরে আবারও শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত: ১২ জন। এর লাগে রাতে শিক্ষার্থীদের উপর হামলায় বিশ্ববিদ্যালয়ে অন্তত ৬০জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে গুরুতর আহতদের ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঘটনার পর রোববার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পসে বিক্ষোভ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তির দাবি জানায়। 

ছাত্রদের অভিযোগ, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় প্রায়শই শিক্ষার্থীদের স্থানীয় গ্রামবাসী এবং সন্ত্রাসীদের হেনস্তার শিকার হতে হচ্ছে।

ছাত্রদের আন্দোলনের সাথে সংহতি জানায় শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। তাদের অভিযোগ, পুলিশসহ আইন শৃংখলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন না করায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাংচুরসহ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি