ঢাকা, বৃহস্পতিবার   ০৪ ডিসেম্বর ২০২৫

ফের পেছালো জকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৪ দিনের ছুটির পর আগামী সোমবার (৮ ডিসেম্বর) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয় খুললেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ফের পেছানো হয়েছে। ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জকসু নির্বাচনের নতুন তারিখের তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৩০শে ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য প্রার্থীগণের ডোপ টেস্ট অত্যন্ত জরুরি যাহা আগামী ৯ ও ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে সম্পন্ন করতে হবে। এমতাবস্থায়, উক্ত ডোপ টেস্ট সম্পন্নের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

নির্বাচন পেছানোর বিষয়ে জকসুর নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে তফসিল অনুযায়ী ডোপ টেস্ট সম্পন্ন হয়নি। ডোপ টেস্ট না হওয়ার কারণে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা যায়নি। এজন্য, সব কাজ সম্পন্ন করে জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য ৩০ ডিসেম্বর নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে গত ২৩ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়। ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস চালু হলেও বন্ধ থাকে সশরীরে ক্লাস-পরীক্ষা। ফলে জকসুর কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় তফসিল অনুযায়ী নির্ধারিত ডোপ টেস্ট এবং চূড়ান্ত প্রার্থী তালিকার কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি