ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

ফের বাড়ল বিদ্যুতের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৪২, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গ্রাহক পর্যায়ে আবারও বাড়ল বিদ্যুতের দাম। সাধারণ গ্রাহক পর্যায়ে আগের দামের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম। প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা করে বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরবি) এ তথ্য জানায়। এ ধাপে গ্রাহক পর্যায়ে দাম বাড়লেও পাইকারি বা বিতরণ কেন্দ্রগুলোর জন্য দাম বাড়ানো হয়নি।

দাম বাড়ছে দরিদ্র গ্রাহক বা ‘লাইফ লাইন’ পর্যায়ে। তবে এতদিন যে নূন্যতম বিল তাদের দিতে হতো এখন আর তা দেওয়া লাগবে না। এতে লাইফ লাইন পর্যায়ে থাকা প্রায় ৩০ লাখ গ্রাহক উপকৃত হবে।

পাইকারি ক্ষেত্রে বিদ্যুতের দাম না বাড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে এনইআরবি বলে, পাইকারি ক্ষেত্রে সরকার ভর্তুকি দেবে। তাতে বছরে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে।

//এসএইচএস//এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি