ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ফেসবুকে পোস্ট শেয়ার করে বিএনপি নেতা কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪১, ৭ এপ্রিল ২০২০

বিএনপি নেতা অ্যাডভোকেট আলী আজম চৌধুরী

বিএনপি নেতা অ্যাডভোকেট আলী আজম চৌধুরী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক পোস্ট শেয়ার করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আলী আজম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

অ্যাডভোকেট আলী আজম চৌধুরী নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের সিরাজ চৌধুরীর ছেলে এবং জেলা বিএনপির গণবিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সদস্য।

পুলিশ জানায়, গত ৫-৬ দিন আগে অ্যাডভোকেট আলী আজম চৌধুরী ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে সংক্ষুব্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গত সোমবার সকালে পুলিশ অ্যাডভোকেট আলী আজম চৌধুরীকে শহরের পশ্চিম পাইকপাড়া থেকে গ্রেপ্তার করে। ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। 

এদিকে অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর পরিবারের দাবি, তিনি ফেসবুকে আপত্তিকর কিছু লিখেননি। অন্যের একটি মন্তব্য নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন। 

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, গত কয়েকদিন আগে কারো একটি পোস্ট আলী আজম চৌধুরী নিজের ফেসবুকে শেয়ার দিয়েছিল। কিন্তু সেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কিছু ছিল না বলে জানতে পেরেছি। এর বাইরে আমি বেশি কিছু জানিনা। 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এসআই ধর্মজিৎ সিনহা জানান, ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ইসলামিক একটি অডিওর শব্দ পরিবর্তন করে বিএনপির এ নেতা পোস্ট করেছিল। এ ঘটনায় সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজমের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি