ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মার্বেল খেলা নিয়ে দু’গোষ্ঠীর সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ৫ এপ্রিল ২০২০

চোখে আঘাত পাওয়া আহত মোজাহিদ

চোখে আঘাত পাওয়া আহত মোজাহিদ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের মার্বেল খেলা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে শহরের ভাদুঘর দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদেরকে জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে মোজাহিদ (১৮) নামে এক তরুণের চোখ নষ্ট হয়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় ভাদুঘর দক্ষিণপাড়ায় মার্বেল খেলা নিয়ে শেখবাড়ি ও মোল্লাবাড়ির কয়েকজন শিশুর ঝগড়া হয়। এ নিয়ে রাতে উভয় গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় চোখে পাথরের আঘাত লেগে শেখবাড়ি গোষ্ঠীর সমর্থক মোজাহিদের ডান চোখ নষ্ট হয়ে গেছে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি