ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ফ্রান্সের আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ১১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ফ্রান্সে মাঝ আকাশে আল্ট্রা-লাইট এয়ারক্র্যাফটের সঙ্গে অন্য একটি ছোট বিমানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। পরে বিমান দুটি ফ্রান্সের ছোট একটি শহরের বাগানের মধ্যে পড়ে যায়। 

শনিবার (১০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। দুটি বিমানে সবমিলিয়ে ওই ৫ জন যাত্রীই ছিলেন।

মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টে যাত্রী ছিলেন মাত্র দুজন। আর ডিএ ৪০ নামে অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন তিনজন। এটি একটি পর্যটক বিমান।

নাদিয়া সেঘিয়ার নামে ফান্সের এক সরকারি কর্মকর্তা জানান, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে পতিত হয়। পরে দমকলের ৫০ কর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে পাঁচ বিমানযাত্রীই মারা গেছেন। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

এর আগে ২০১৫ সালের মার্চে ফ্রান্সে যাত্রিবাহী বিমান ভেঙে ১৪৮ জন যাত্রী নিহত হয়। জার্মান এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দক্ষিণপূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় একটি স্কি রিসর্টের কাছাকাছি বিমানটি ভেঙে পড়ে।
এএইচ/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি