ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

ইবি ভর্তি পরীক্ষা

ফ্রি বাসের ব্যবস্থা করলেন ঝিনাইদহ পৌর মেয়র মিন্টু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের যাতায়াত করার জন্য ফ্রি বাসের ব্যবস্থা করলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।

ঝিনাইদহ পায়রা চত্ত্বর থেকে বাসগুলো রোববার সকাল ৭ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের আবার বাসে ঝিনাইদহ পায়রা চত্ত্বরে পৌঁছে দেওয়া হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী কোনও শিক্ষার্থীরা যাতে যাতায়াতের সমস্যায় না পড়ে তার জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

উল্লেখ্য, আগামীকাল সোমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও বিশেষ ফ্রি বাসের ব্যবস্থা করা হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি