ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

ফ্লিনের আঁতাতের বিষয়টি ট্রাম্পকে আগেই জানানো হয়েছিলো

প্রকাশিত : ১০:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

রাশিয়ার সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের আঁতাতের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক সপ্তাহ আগেই জানানো হয়েছিলো। ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন জাস্টিজ ডিপার্টমেন্ট এক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি জানায়। এদিকে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেনিকে ভুল পথে চালানোর অভিযোগ উঠেছে ফ্লিনের বিরুদ্ধে। আর তাই বিষয়টি না জেনে ফ্লিনের পক্ষে কথা বলেন তিনি। রাশিয়ার সঙ্গে আঁতাত নিয়ে তোপের মুখে পদত্যাগ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। ট্রাম্প শপথ নেয়ার আগেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে যোগাযোগের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি