ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফ্লিনের বিরুদ্ধে তদন্ত করতে বলেছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি

প্রকাশিত : ১৩:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাশিয়ার সাথে যোগাযোগের অভিযোগে পদত্যাগ করা মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত করতে বলেছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে বিষয়টি অনুসন্ধান করতে দাবী তোলা হয় দলটির পক্ষ থেকে। এদিকে মাইকেল ফ্লিনের অপরাধটি লগান অ্যাক্টের আওতায় পড়বে কিনা তা যাচাই বাছাই চলছে। এ ধরনের অপরাধের জন্য জরিমানা অথবা তিন বছর পর্যন্ত কারাদন্ডের মুখে পড়তে হবে তাকে। উল্লেখ্য ১৮০৩ সালে কেন্টাকির এক কৃষকের বিরুদ্ধে এই আইনে অভিযোগ আনা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি