ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ফ্লোরিডায় মসজিদে আগুন দেয়ার ঘটনায় আটক ১

প্রকাশিত : ১৫:৫০, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫০, ১৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে মসজিদে আগুন দেয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার রাতে সিসিটিভির ফুটেজ দেখে ৩২ বছর বয়সী জোসেপ মাইকেল স্কাইবারকে আটক করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিদ্বেষী বেশকিছু পোস্ট দিয়েছেন জোসেপ। দোষী সাব্যস্ত হলে তার ৩০ বছরের সাজা হতে পারে। গেল সোমবার ভোরে ঈদুল আযহার দিন ইসলামিক সেন্টার অব ফোর্ট পিয়ার্সে নামে মসজিদে আগুন দেয়া হয়। অরল্যান্ডের নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন ওই মসজিদেই নামাজ পড়তেন। ধারণা করা হচ্ছে ধর্মীয় বিদ্বেষ থেকেই এ হামলা হয়েছে। এদিকে নিউইয়র্কে এক মুসলিম নারীর শরীরে আগুন দেয়ার  ঘটনা ধর্মীয় বিদ্বেষ থেকে হয়নি বলে দাবি করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি