ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বইমেলায় সাংবাদিক মিজান মালিকের ‘গল্প ছাড়া মলাট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৬:৩১, ৩ ফেব্রুয়ারি ২০২০

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০২০ শুরু হয়ে গেল। প্রতিবছর এ মেলাকে ঘিরে সহস্র বই প্রকাশিত হয়। নতুন নতুন বইয়ের গন্ধে পুলকিত হয় পাঠকের মন।

এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’। কবি মিজান বলেন, ‘‘প্রথম কাব্যগ্রন্থ। প্রথম সন্তানের মতোই।‌ নামটির পেছনে লেগে আছে ভিন্নরকম এক অনুভূতি। আমার নতুন অধ্যায়। ঝাঁপসা চোখের আলো। নামটি নিয়ে পরে কখনো আরেকটু বলব। “গল্প ছাড়া মলাট” এখন আমার প্রিয় মানুষগুলোর মুখে মুখে। 

‘কেউ বলেন, কবিতাকে অনেকদূর নিয়ে যাবে। কেউ বলেন, আমি নামটিই কিনব। আমি ধন্য হই। আমি ঋদ্ধ হই। আমি পরের প্রচ্ছদের জন্য স্বপ্ন দেখতে প্রেরণা পাই। গ্রন্থের একটি কবিতাও যদি কারো ভালো লাগে, কারো মন স্পর্শ করে, তাই আমার বড়ো স্বার্থকতা।’’

গল্পগ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। বইটি মেলার ১৪ নম্বর প্যাভিলিয়ানে ঐতিহ্য প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। এ কাব্যগ্রন্ধের ভূমিকা লিখেছেন কবি মুহম্মদ নূরুল হুদা, কবি হাসান হাফিজ, রেজাউল উদ্দিন স্টালিন। 
 
এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি