বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ: আহত এক
প্রকাশিত : ১৮:৩২, ২ নভেম্বর ২০২৫
বগুড়ার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তি পুলিশি হেফাজতে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আতাউর রহমান সেলিম (৩৫)। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগে কুমিল্লা থেকে আসা তিন থেকে চারজন ব্যক্তি ছোট ইটালি গ্রামে মুক্তার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে ওই বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আতাউর রহমান সেলিম গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে এলে বাকি ২-৩ জন ব্যক্তি পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, উপজেলার মাঝবাড়ী গ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাদশা ডাকাতের সহযোগিতায় ভাড়া করা লোক দিয়ে ককটেলের তৈরির কাজ চলছিল ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে। স্থানীয় প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বাড়িটি এখন পুলিশি পাহারায় রয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে ও বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এমআর//
আরও পড়ুন










