ঢাকা, সোমবার   ০১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বগুড়ায় ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শহরের দত্তবাড়ী এলাকায় জিয়াউর রহমান শিশু হাসপাতালে জেলা ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর সহযোগিতায় এই চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। দিনব্যাপী ক্যাম্পে শিশু ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা বলেন, “বিএনপি জনগণের অধিকার ও কল্যাণের জন্য সবসময় কাজ করে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি