ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১০ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১০ নভেম্বরবিশ্ববিদ্যালয়ের জনসংযোগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১০ নভেম্বর পরিক্ষা শুরু হয়ে চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আটটি ইউনিটের ২৫ বিভাগে কোটাসহ সর্বমোট ২,৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিটে এবার ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে  ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর; এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর; এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর,  সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৮ নভেম্বর।

শিক্ষার্থীরা ৪ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  www.bsmrstu.edu.bd এ আবেদন করতে পারবেন।

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি