ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ দ্বাদশ পর্ব অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ২৩ অক্টোবর ২০১৯

বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালার দ্বাদশ পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‌‌বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’র এবারের পর্বে স্মারকবক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি শামসুজ্জামান খান। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে স্মারক বক্তৃতামালা’র দ্বাদশ পর্ব অনুষ্ঠিত হয়। ধারাবাহিক এই আয়োজনে বক্তারা বঙ্গবন্ধুর জীবনের নানা সংগ্রামী দিক তুলে ধরেন। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিয়মিত আয়োজন করছে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’। এই কর্মসূচির আওতায় দেশের বরেণ্য লেখক ও গবেষকগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি