ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

বঙ্গবন্ধুকে হত্যার দিন থেকেই সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ শুরু করে ঘাতকরা

প্রকাশিত : ১৪:১৩, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১৩, ১২ আগস্ট ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিন থেকেই সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ শুরু করে ঘাতকরা। সেসময় দৈনিক ইত্তেফাকে কর্মরত গোলাম সারোয়ার জানালেন, প্রতিটি সংবাদ একজন মেজর পদবীর কর্মকর্তা অনুমোদন দিলেই তা ছাপা হতো পত্রিকায়। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের ঘটনায় প্রথমে সাংবাদিক সমাজ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেও আস্তে আস্তে প্রতিরোধ শুরু হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধুর হত্যার খবর পরিবেশন করলেও দেশের সংবাদপত্রে ছিলো একেবারেই উল্টোচিত্র। বেতারের দখল নিয়ে ঘাতকরা যেমন বক্তব্য প্রচার করতে থাকে, তেমনি নিয়ন্ত্রণে নেয় সংবাদপত্রগুলোও। পত্রিকায় ছাপানো হতে থাকে ঘাতকদের ফরমায়েশি খবর। দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার তখন কাজ করতেন ইত্তেফাকে। জানালেন, কিভাবে একজন মেজরের নিয়ন্ত্রণে ছাপা হতো সংবাদ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সেই দুঃসময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রথমে কি করবে বুঝে উঠতে না পারলেও, ধীরে ধীরে প্রতিবাদী হয়ে উঠেন সাংবাদিকরা। পঁচাত্তরের পর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভেতরে বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী সিনিয়র সাংবাদিকদের নেতৃত্বে গড়ে তোলা হয় ফোরাম। সাংবাদিকরা প্রতিবছর বঙ্গবন্ধুর সমাধীতে গিয়ে শপথ নেন তার আদর্শে অটুট থাকার।  
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি