ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে রচনা প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পাঠ ও এ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সম্প্রতি এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটি জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে সেন্ট্রাল উইমেন্স উইনিভার্সিটি রচনা প্রতিযোগিতার আয়োজন করে। 

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ বইটি পাঠ এবং এ বিষয়ে ৩০০ শব্দের এটি প্রবন্ধ লেখার প্রতিযোগিতার আহ্বান জানায়। 

লেখা পাঠানো শেষ তারিখ ছিল গত ৩০ আগস্ট। এতে সাড়া দিয়ে ঐ বিভাগের শিক্ষার্থীরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজেদের লেখা পাঠায়। 

সম্প্রতি এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন ফারজানা আক্তার ও আদিবা তাসনুভা হোসেন, দ্বিতীয় হয়েছেন তামান্না আক্তার সাথী এবং তৃতীয় হয়েছেন মুমতাহিনা জামান। (বিজ্ঞপ্তি)

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি