ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসছেন বিশ্বনেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৭ জানুয়ারি ২০২০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট বান কি মুন, ওআইসি সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমেদ আল-ওথাইমিন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদসহ বেশ কয়েকজন বিশ্বনেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যোগ দিতে সম্মতি জানিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপ-কমিটির সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, ‘যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আমাদের কাজের বেশ কিছু অগ্রগতিও হয়েছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৭৭টি মিশনে তিনশোর মতো অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
জাতির পিতার জন্মশতবর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের রাজা, ওআইসি সেক্রেটারি জেনারেল, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনসহ বিশ্বনেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

পরাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সংযুক্ত আরব আমিরাতে ক্রাউন প্রিন্সও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমরা আশাবাদী। বছরজুড়ে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানে বিশ্বনেতারা যোগ দেবেন, যোগ দেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি