ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বঙ্গমাতা শেখ ফ‌জিলাতুন্নেসা মু‌জি‌বের ৯২তম জন্মবা‌র্ষিকী পালন

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৯, ৮ আগস্ট ২০২২

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপল‌ক্ষ্যে ঢাকা ক‌লেজ শিক্ষক প‌রিষদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করের। রোববার (৮ আগস্ট) ঢাকা কলেজ টিচার্স লাউঞ্জে আলোচনা সভার আয়োজন ক‌রা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসু‌ফ। 

সভাপতি কার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছেন বঙ্গমাতার অক্লান্ত ধৈর্য্য, দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার কারণে। বাংলাদেশের স্বাধীনতা অভ্যুদয়ে বঙ্গবন্ধুর ক্ষেত্রে বঙ্গমাতার অনেক অনুপ্রেরণা কাজ করেছে। বঙ্গবন্ধুর অবর্তমানে যখন তিনি জেলে ছিলেন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বঙ্গমাতা দিয়েছেন। এগুলো আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মহামূল্যবান ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, এসব কারণে আমাদের জীবনে বঙ্গমাতার জীবনী পাঠ করা, তাঁর আদর্শ অনুসরণ করা অত্যাবশকীয়। এতো অল্প বয়সে বিয়ে হয়েও তিনি বঙ্গবন্ধু থেকে কিছু চাননি। বরং তিনি তাঁর সঞ্চিত অর্থ দান করে তাঁকে বঙ্গবন্ধু হতে সহায়তা করেছেন।

আলোচনা সভায় বাঙা‌লির স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গমাতা শেখ ফ‌জিলাতুন নেসা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ইসলা‌মিক স্টা‌ডিজ বিভা‌গের সহকা‌রি অধ্যাপক রহমতুল্লাহ রাজন। তি‌নি তার প্রবন্ধে বি‌ভিন্ন ঘটনা প্রবাহ উ‌ল্লেখ করে ব‌লেন, বঙ্গমাতা শেখ ফ‌জিলাতুন নেসা পর্দার অন্তরা‌লে থে‌কে দে‌শের স্বাধীনতা সংগ্রা‌মে নিরন্তর প্রেরণা যু‌গি‌য়ে‌ছেন। বঙ্গবন্ধুর পা‌শে ছায়ার ম‌তো থে‌কে শ‌ক্তি যু‌গি‌য়ে‌ছেন।স্বাধীনতা সংগ্রা‌মে নির্ভীক সহযাত্রী হি‌সে‌বে এক‌টি স্বাধীন দে‌শের জ‌ন্মের সা‌থে তি‌নি ওত‌প্রোত ভা‌বে জ‌ড়ি‌য়ে র‌য়ে‌ছেন। 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক  ডঃ কুদ্দুস শিকদার, ওবায়দুল ক‌রিম, সে‌লিনা খাতুন, সৈয়দ তা‌রেক, পুরন্জয় বিশ্বাসসহ সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। সভার শে‌ষে ১৫ আগস্টে শ‌হিদ হওয়া সকলের আত্মার মাগ‌ফিরা‌তের জন্য দোয়া করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি