ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

বজ্রপাতে তুলার গোডাউন পুড়ে ছাই

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০৫, ১৮ মে ২০২৫ | আপডেট: ০৯:০৮, ১৮ মে ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে বজ্রপাত থেকে আগুন লেগে একটি তুলার গোডাউন ভষ্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে। 

 শনিবার (১৭ মে) দিবাগত রাত ১০টার দিকে জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রাতে ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত পড়ে ওই এলাকায়। 

এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছে উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছের অংশ গোডাউনের উপর পড়লে আগুন ছড়িয়ে তুলার গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।

এ ব্যাপারে কানাইপুর বাজারের ব্যাবসায়ী দিপংকর ঘোষ জানান, ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত হয়। তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছের উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছেরই অংশ বিশেষ গোডাউনের চালের উপর পড়লে গোডাউনে আগুন ধরে যায়। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এখানে বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি