ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

বন্ধু প্রেমিক মাশরাফি

প্রকাশিত : ১১:২৯, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:২৯, ৭ আগস্ট ২০১৬

আড্ডা ও বন্ধুপ্রিয় একটি নাম ‘কৌশিক’। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বন্ধুদের কাছে এই নামেই বেশি প্রিয়। বন্ধু দিবসে ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজার স্মৃতিচারণ করেছেন তার ছোটবেলার বন্ধুরা। মামার বাড়ির চিত্রা নদীর পাড়ে বেড়ে ওঠা মাশরাফি ছোটবেলা থেকেই প্রকৃতি ও বন্ধু প্রেমিক ছিলেন। সময়-অসময়ে ছুটে যেতেন নদীতে। প্রতিদিনই বন্ধুদের নিয়ে ঝাঁপিয়ে পড়তেন, সাঁতরাতেন। ফুটবল, ক্যারাম কিংবা ক্রিকেট খেলার পাশাপাশি আড্ডাও ছিল নিত্য ঘটনা। মাশরাফি হয়ে ওঠা শৈশবের কৌশিকের এমনই স্মৃতিচারণ করলেন তার বন্ধুরা। শুধু নদীতে সাতারকাটাই নয়, গাছে ওঠাতেও পটু ছিলেন আড্ডাপ্রিয় মাশরাফি। বন্ধুদের নিয়ে চিত্রানদীর ওপারে যেতেন লিচু খেতে। দুরন্ত কৌশিকের ধ্যানজ্ঞানই ছিল খেলা। সবধরনের খেলাতেই ক্যাপ্টেন ছিলেন। সামনে থেকেই দিতেন নেতৃত্ব। ছোটবড় সকলেই ছিল তার বন্ধু তালিকায়। তার বয়সের বড়রাও যেমন থাকতো তার বন্ধুও, তেমনী থাকতো ছোটরাও। বন্ধুদের ভালোবাসা আর প্রেরণায় ধীরে-ধীরে নড়াইলের এই কৌশিক আজ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি। তবে ভুলে যাননি শৈশবের বন্ধুদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি