ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

বন্যার্তদের পাশে আছি, থাকব: পীর মিসবাহ

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৫৭, ৬ জুলাই ২০২০

জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, সুনামগঞ্জের মানুষদের প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। চলমান বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা অব্যশই তা কাটিয়ে উঠতে পারব। বন্যার্তদের পাশে সবসময় ছিলাম, আছি আগামীতেও থাকবো। 

রোববার (৫ জুলাই) বিকেলে জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যমান করোনা পরিস্থিতি এবং পাহাড়ি ঢলে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ জনের মাজে ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়। 

তিনি জানান, ‘সুনামগঞ্জের বন্যার্ত মানুষদের জন্য ২০০ মে. টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তারপরও যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা কাজ করব।’

পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের সেবা করার জন্য। বিশেষ করে চলমান বন্যার মতো দুর্যোগে সব সময় আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।’ 

তিনি আরো বলেন, ‘আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে বন্যা ও করোনা পরিস্থিতির মোকাবিলা করতে পারব। করোনা একটি মহামারি এবং সারাবিশ্বকে এটির মোকাবিলা করতে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন।’ 

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আব্দুর রহমান মাষ্টার, উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল কাদির, বিশ্বম্ভরপুর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদারসহ অনেকে।  

এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি