ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

বন্যায় প্রাণহানি ১১৭, ক্ষতিগ্রস্ত ৬১ লাখ মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ২০ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪৫, ২৭ আগস্ট ২০১৭

অব্যাহত বৃষ্ঠিতে সৃষ্ট বন্যার কবলে এ পর্যন্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৬১ লাখ ২৩ হাজার ৯৫৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। রোববার অধিদপ্তর বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিসংখ্যাণে এসব তথ্য তুলে ধরা হয়।

পরিসংখ্যানে বলা হয়, মৌসুমের দ্বিতীয় দফা বন্যায় এখন ৩১ জেলার ১৭৬টি উপজেলার ৪৪টি পৌরসভা ও এক হাজার ৩১৭টি ইউনিয়ন কবলিত। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬১ লাখ ২৩ হাজার ৯৫৪ জন। আর ক্ষতিগ্রস্ত এ এলাকাতে এ পর্যন্ত ১১৭ জন মারা গেছে।

বন্যায় মৃতদের মধ্যে দিনাজপুরে ৩০ জন, কুড়িগ্রামে ২০ জন, লালমনিরহাটে ছয় জন, নীলফামারীতে আট জন, সুনামগঞ্জে দুই জন, নেত্রকোণায় দুই জন, গাইবান্ধায় ১৩ জন, সিরাজগঞ্জে ৫ জন, জামালপুরে ১০ জন, ঠাকুরগাঁওয়ে এক জন, নওগাঁয় চার জন, যশোর তিন, শেরপুর তিন জন, মৌলভীবাজার দুই জন, বগুড়ায় চার জন, ব্রাহ্মণবাড়িয়ায় এক জন, রংপুরে তিন জন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত সারা দেশে ৬৩০টি আশ্রয়কেন্দ্রে এক লাখ ৪৭ হাজার ৫৯০ জন আশ্রয় নিয়েছেন।

ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ বলেন, কুড়িগ্রামে আজ দুই হাজার ৫০০ মেট্রিক টন চাল এবং ৯০ লক্ষ টাকার নগদ অর্থ বিতরণ করেছি। তিনি বলেন, এখন বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, রাঙামাটি, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, নওগাঁ, জয়পুরহাট, যশোর, মৌলভীবাজার, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, শেরপুর নাটোর ও ঢাকা জেলা এখনও বন্যা কবলিত।

পরিসংখ্যানে বন্যায় ক্ষয়ক্ষতির হিসেব তুলে ধরে আরও বলা হয়- বন্যায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ লাখ ৫৮ হাজার ৪৬৪ টি পরিবার, দুর্গত জেলাগুলোতে ৪৩ হাজার ৩২২টি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, সাত হাজার ৫৬১টি হাঁস-মুরগি মারা গেছে, দুই হাজার ৮৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় ২২৫টি ব্রিজ ও কালভার্টে এবং ১৭০ কি.মি.বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পদ্মার আশপাশের এলাকার পানি কমছে। অবস্থার অবনতি হওয়ার তেমন সম্ভাবনা আপাতত নেই।’

আরকে/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি