ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

সোশ্যাল মিডিয়া ও অনলাইনে প্রচারিত চিঠিটি ভুয়া: পুলিশ সদর দপ্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৩ আগস্ট ২০২৫ | আপডেট: ১১:৩৬, ৩ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ পুলিশ সদর দফতরের নামে একটি চিঠি সোশ্যাল মিডিয়া ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। তবে সংস্থাটির সদর দফতর জানিয়েছে, চিঠিটিতে পুলিশ সদর দফতরের অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

শনিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিঠিটির কোনো ভিত্তি নেই। এটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকে ইস্যু করা হয়নি। এতে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা পুরোপুরি বানোয়াট, অনৈতিক এবং পুলিশের প্রতিষ্ঠিত নীতিমালার পরিপন্থি।

এছাড়া চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম দেয়া হয়েছে তিনি উল্লিখিত শাখাতেই কর্মরত নন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ধরনের ভুয়া চিঠি তৈরি ও প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছে পুলিশ সদর দপ্তর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি