ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

ববিতে শুভ বৈরাগীর মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪২, ৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী এবং গোপালগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। 

মানববন্ধনে বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎসব মণ্ডল বলেন,“শুভ বৈরাগী তার ফেসবুক পোস্টে ঘটনার বিস্তারিত বিবরণ ও অভিযুক্তদের নাম উল্লেখ করে গেছেন। অভিযোগ থাকার পরও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাই।”

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শারমিন আক্তার বলেন,“শুভ বৈরাগী আমাদের সন্তানতুল্য। সে ছিল পরিশ্রমী এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের একজন শিক্ষার্থী। আমি এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”

সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। শুভ বৈরাগী একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে।”

মানববন্ধনে  শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত বিচার নিশ্চিত করা, দোষীদের গ্রেপ্তারসহ  শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য,  গত রোববার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায়  নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় শুভ বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে শারীরিক নির্যাতন, ভয়ভীতি ও সামাজিক হেনস্তার অভিযোগ করেন শুভ বৈরাগী। পোস্টে তিনি নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ও সামাজিক ব্যবস্থাকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি