ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ১১ নভেম্বর ২০২৪ | আপডেট: ২২:১৩, ১১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরা থেকে বরগুনা-১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ শম্ভুকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি শম্ভু। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য হন শম্ভু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি