ঢাকা, শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে মোশারফ-শান্ত-মিজান

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৪, ৬ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নতুন কমিটি গঠনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিএসসিতে অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল উপস্থিতিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন সংগঠনের নেতাকর্মীরা।

ভোটগ্রহণ শেষে দুপুর ২টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার মোঃ নিজাম উদ্দিন টিএসসির সামনে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোশারফ হোসেন ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পান ৮৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন শান্ত ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ–আর রাফি পান ১০৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিজান সর্বোচ্চ ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৭১ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৪০ জন। এর মধ্যে ২৩৯টি ভোট পড়ে, যার মধ্যে ৪ জন অনলাইনে ভোট প্রদান করেন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো দিনজুড়ে ছিল উত্তাপ, উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি